সুখেরই পৃথিবী, সুখেরই অভিনয় | Sukheri Prithibi Sukheri Abhinoy | Ayub Baccu

সুখেরই পৃথিবী
sukheri prithibi
শিল্পীঃ আইয়ুব বাচ্চু।
সুখেরই পৃথিবী, সুখেরই অভিনয়
যত আড়াল রাখো, আসলে কেউ সুখী নয়
নিজ ভুবনে চির দুখী, আসলে কেউ সুখী নয়।
তোমার দরজার ওপাশে একজন
ভাবছ সে সুখী মিথ্যে আয়োজন।
নিজ ভুবনে চির দুখী, আসলে কেউ সুখী নয়।
আশা দুরাশায় দুলছে কেনো মন
সুখের চাদরে জড়ানো প্রিয়জন।
নিজ ভুবনে চির দুখী, আসলে কেউ সুখী নয়।

Check Also

Shei Tumi | সেই তুমি | (Cholo Bodle Jai – চল বদলে যাই) | Ayub Bacchu | LRB | Lyrics

Shei Tumi | সেই তুমি (Cholo Bodle Jai – চল বদলে যাই) Ayub Bacchu | …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *