সাধনা বিনা গান হয়না
Sadhana Bina Gaan Hoyna
অ্যালবাম: গানই শ্রেষ্ঠ সাধনা (১৯৯৭)
কথা ও সুর: দিলীপ দাস
কণ্ঠ: হৈমন্তী শুক্লা
[সাধনা বিনা গান হয়না
পায়না মানী কোন মান]-২
[সে গান শুনে ভরে ওঠে মনপ্রাণ]-২
সবাই করে গুনগান
সাধনা বিনা গান হয়না
পায়না মানী কোন মান।
[সাধনার সুর কভু হয়না বেসুর
সে সুর প্রাণে বাজে চির সুমধুর]-২
[সেই সুরে সুর মিলে যায় গো তখন]-২
স্নিগ্ধ প্রশান্তিতে ভরে যে পরাণ
সাধনা বিনা গান হয়না
পায়না মানী কোন মান।
[সাধনা আছে যার সে ঈশ্বর
জীবন মাঝে সে অবিনশ্বর]-২
[দেয় যে এনে প্রাণে সুরের সুধা]-২
ধন্য সবাই করে সেই সুধা পান
সাধনা বিনা গান হয়না
পায়না মানী কোন মান
[সে গান শুনে ভরে ওঠে মনপ্রাণ]-২
সবাই করে গুনগান
সাধনা বিনা গান হয়না
[পায়না মানী কোন মান]-২