সাগরের তীর ছুঁয়ে দাঁড়িয়ে | Sagorer Tir Chuye Dariye | Minar Rahman – Shagorer Tirey – সাগরের তীরে

Lyrics; Minar Rahman 
Tune; Minar Rahman 
Composition: Minar Rahman 
Vocal: Minar Rahman 
Keys: Minar Rahman
Guitar: Shaik Salekin
Bass: Sohail Muhammad
Music Arrangement: Sajid Sarker 
Mixing, Mastering: Sajid Sarker 



সাগরের তীর ছুঁয়ে দাঁড়িয়ে
উদাসী প্রহর গুলো জড়িয়ে,
তুমি ঘুরে ঘুরে, আমার হয়ে। 
হয়তো দূরের চেনা আকাশে
রঙ্গীন স্বপ্ন বোনা বাতাসে,
আমায় ডেকেছিলে, খুব নিরবে।

তাই আমি সেথায় হারাই
যেথায় তুমি আমায় ভাসাও,
যেথায় তুমি আমার সাথে মিশে যাবে। 
তাই আমি সেথায় হারাই
যেথায় তুমি আমায় হাসাও,
যেথায় আবার ডানা মেলে উড়ে যাবে।

সাগরের তীর ছুয়ে দাঁড়িয়ে
উদাসী প্রহর গুলো জড়িয়ে,
তুমি দূরে দূরে, আমার হয়ে। 

কত সুর, কত গান, কত কবিতা
আজ সবই ছায়া,
চেনা সেই ঘাশফুল গুলো সব
আজও ছন্ন ছাড়া,
এখানে ওখানে যেখানে শুধু
তোমারই মায়া,
ফিরে যাই বারেবার সেখানে
হয়ে দিশেহারা। 

অভিমান মুছে আবার আমায়
ডাকতে পারো,
হৃদয়ের কথাগুলো বলতে পারো,
মিষ্টি কোনো ভোরের উদাসী হাওয়া
আমায় সাথে নিয়ে ভাসতে পারো।

সাগরের তীর ছুয়ে দাঁড়িয়ে
উদাসী প্রহর গুলো জড়িয়ে,
তুমি ঘুরে ঘুরে, আমার হয়ে। 

তাই আমি সেথায় হারাই
যেথায় তুমি আমায় ভাসাও,
যেথায় তুমি আমার সাথে মিশে যাবে। 
তাই আমি সেথায় হারাই
যেথায় তুমি আমায় হাসাও,
যেথায় আবার ডানা মেলে উড়ে যাবে।





Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *