সাক্ষী থাকুক এই পৃথিবী
Sakkhi Thakuk Ei Prithibi
ছায়াছবি: কেঁচো খুঁড়তে কেউটে (১৯৯৩)
কথা: লক্ষ্মীকান্ত রায়
সুর: অনুপম দত্ত
কণ্ঠ: শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়
ও কুমার সানু
সাক্ষী থাকুক এই পৃথিবী
আর আকাশের চাঁদ
হায়রে আমি কতখানি
ভালোবাসি তোমায়
বুঝবে সেদিন যেদিন তুমি
বাসবে ভালো আমায়।
[তুমি আমার পূজা ওগো
দেবতা তুমি আমার
সাক্ষী ওগো ক্ষমা কর
গ্রহণ কর এবার]-২
[সাক্ষী থাকুক এই পৃথিবী
আর আকাশের চাঁদ(ও)]-২
হায়রে আমি কতখানি
ভালোবাসি তোমায়
বুঝবে সেদিন যেদিন তুমি
বাসবে ভালো আমায়।