সম্প্রীতির এই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা চাইনা
Sompritir Ei Deshe Samprodayik Daanga
কথা,সুর ও কণ্ঠ: অর্জুন বিশ্বাস
বিজয়ায় হামলা হবে থানায় মামলা হবে
আবার সবাই ভুলে যাবে
মন্দির,বাড়িঘর ভাঙচুর লুটপাটে
ক্ষতিপূরণ কি কেউ পাবে?
ধর্মকে ব্যবহার করে ওরা বারবার
ধর্মটাকেই করে অপমানিত
এইসব রাজনীতি সাজানো নাটক
হয়েছে বহুবার প্রমানিত
অতীতেও এইসব তাণ্ডব হয়েছে
হয়নি তার কোনো প্রতিকার
বিচ্ছিন্ন ঘটনা আখ্যা দিয়েও দেখি
মিডিয়ায় হয়েছে সম্প্রচার
পায়নি আমরা প্রতিকার
চাইছি আমরা সুবিচার।
A দল বলে এটা B দলের কাজ
B দল বলে এটা A দলের সৃষ্ট
ধর্ম-রাজনীতির উগ্র থাবায় আজ
সংখ্যালঘুরা পদপিষ্ট।
নানান উছিলায় অপতৎপরতায়
সংখ্যালঘুরাই যেন টার্গেট
নির্যাতিতদের কষ্টের আগুনে
ওরা বসে ভেজে খায় অমলেট।
সম্প্রীতির এই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা
চাইনা আমরা বারবার,
এদেশের নাগরিক তুমি ও আমি
এ মাটি তোমার আমার
[চাইছি আমরা সুবিচার]-২
অতীতের সব সাম্প্রদায়িক হামলার
ন্যায়বিচার যদি হতো
আজ পূজোর অনুষ্ঠানে হতো না হামলা
হতো না কেউ আহত নিহত।
সংখ্যালঘুরা তো আর ক্ষমতায় যাবে না
এটা তো পরিষ্কার সঠিক,
তবে কেন তারা হয় আন্দোলনের ইস্যু
এক্সপেরিমেন্টের গিনিপিগ।
যুগেযুগে এভাবে আর কতকাল
চলবে অন্যায় অবিচার
সম্প্রীতির এই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা
চাইনা আমরা বারবার
[চাইছি আমরা সুবিচার]-২
হাজার বছরের বাংলার ইতিহাসে
আমরা একে অপরের ভাই ভাই
সম্প্রীতির এক অটুট বন্ধনে
কোনো ভেদাভেদ নাই।
কিছু উগ্র স্বার্থবাদীর কারনে
এ বাঁধন যেন ছিন্ন না হয়
অশুভ শক্তি যতই আসুক
শুভশক্তির হবে জয়।
সম্প্রীতির এই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা
চাইনা আমরা বারবার
এদেশের নাগরিক তুমি ও আমি
এ মাটি তোমার আমার
চাইছি আমরা সুবিচার।
বিজয়ায় হামলা হবে থানায় মামলা হবে
আবার সবাই ভুলে যাবে
মন্দির,বাড়িঘর ভাঙচুর লুটপাটে
ক্ষতিপূরণ কি কেউ পাবে?
ধর্মকে ব্যবহার করে ওরা বারবার
ধর্মটাকেই করে অপমানিত
এইসব রাজনীতি সাজানো নাটক
হয়েছে বহুবার প্রমানিত
অতীতেও এইসব তাণ্ডব হয়েছে
হয়নি তার কোনো প্রতিকার
বিচ্ছিন্ন ঘটনা আখ্যা দিয়েও দেখি
মিডিয়ায় হয়েছে সম্প্রচার
পায়নি আমরা প্রতিকার
চাইছি আমরা সুবিচার।