সব সখিরে পার করিতে – লিরিক্স | Sob Sokhire Par Karite | Lyrics

সব সখিরে পার করিতে
Sob Sokhire Par Karite
ছায়াছবি: সুজন সখি
শিল্পী: আব্দুল আলীম/
এন্ড্রু কিশোর,সাবিনা ইয়াসমিন/
সৈকত মিত্র,শ্রীরাধা ব্যানার্জী
সব সখিরে পার করিতে
নেব আনা আনা
তোমার বেলায় নেব সখি
তোমার কানের সোনা সখি গো
আমি প্রেমের ঘাটের মাঝি
তোমার কাছে পয়সা নিব না।
ও সুজন সখিরে
প্রেমের ঘাটে পারাপারে
দরাদরি নাই
মনের বদল মন দিতে হয়
প্রেমের কথা জানিনা
মনের বদল করি না
পাড়ের কড়ি লইবা যদি লও
থাকো সখি ঋণী থাকো
কড়ি লব না সখি গো
আমি প্রেমের ঘাটের মাঝি
প্রেম ছাড়া প্রাণে বাঁচি না।
ও ঘাটের মাঝিরে
ভূতের মুখে রামনাম আর লইও না
লজ্জা শরম আছে কি বা নাই
রাম শ্যাম জানি না
ভূতের বাড়ি চিনি না
তোমায় সখি ঘরে নিবার চাই
তুমি বামন হইয়া চাঁদের পানে
হাত বাড়াইও না
বামন হইয়া চাঁদের পানে
হাত বাড়াইও না মাঝি গো
ও আমি কুলের বালা কুলে
আমার দিকে নজর দিওনা।
ও সুজন সখিরে
প্রেমের হাটের বেচা কেনায়
কুল মান নাই
মনের বদল মন দিতে হয়
মনের মত মন মাঝি চেনা বড় দায়
আসল কি বা নকল কারে কয়
যেমন খুশি তেমন করে
যাচাই করে লও সখি গো
আমি প্রেমের ঘাটের মাঝি
মাঝ দড়িয়ায় নাও ডুবাবো না
সব সখিরে পার করিতে
নেব আনা আনা
তোমার বেলায় নেব সখি
তোমার কানের সোনা সখি গো
আমি প্রেমের ঘাটের মাঝি
তোমার কাছে পয়সা নিব না।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *