সব লাল পাথর – Sab Lal Pathor | Key Lyrics

সব লাল পাথর
Sab Lal Pathor
ছায়াছবি: মন্দিরা
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর,সঙ্গীত: বাপ্পী লাহিড়ী
শিল্পী: লতা মঙ্গেশকর
আ আ আ আ আ আ আ আ আ
সব লাল পাথরতো চুনি হতে পারেনা
সব প্রেম মিলনের মালা পেতে পারেনা
পাশাপাশি দুটি ফুল ফোঁটে যে বাগিচায়
একজন ঠাঁই পায় দেবতার দুটি পায়
সমাধীর বেদিটায় ভরে যায় একজন
সব ফুল দেবালয় পারেনাতো যেতে হায়।
কেউবা হাসে সারাটি জীবন
অশ্রু ঝরায় কারো বা নয়ন
কেউবা দু’হাতে কেবলি নিতে চায়
কেউ কিছু নিতে নয় শুধু যে দিতে চায়
সুখীতো সকলেই হতে চায় দুনিয়ায়
সুখী কেউ হয় কেউ দুঃখেই শুধু রয়ে যায়।
কারো বা আশা হয়গো পূরণ
হয়না সফল কারো বা স্বপন
ভিক্ষারী মাটিতে ফেলে রতন
পারেনা দিতে তা কখনো মহাজন
প্রদীপের শিখা কারো ঘর আলো করে যায়
কারো ঘর প্রদীপের শিখাতেই পুড়ে যায়।
ভাগ্যলিপী লেখে একজন
সবাই মানি তারি লিখন
চাওয়ার আগে কেউ সবি পায়
কেউবা আশা দীপ পেয়েও হারায়
ভালোবাসা না পেলেও
ভালোবেসে যাওয়া যায়
এরি স্মৃতি রয়ে যায় পৃথিবীর কবিতায়।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *