সত্য বল সু-পথে চল ওরে আমার মন
Sotyo Bol Supothe Col Ore Amar Mon
লালন ফকির
সত্য বল সু-পথে চল
ওরে আমার মন।
সত্য সু-পথ না চিনিলে
পাবিনে মানুষের দরশন।।
ফরিয়া মহাজন যে জন বাটখারাতে কম
তারে কসুর করবে যম।
গদিয়ান মহাজন যে জন
বসে কেনে প্রেমরতন।।
পরের দ্রব্য পরের নারী হরণ করোনা
পারে যেতে পারবে না।
যতবার করিবে হরণ
ততোবার হবে জনম।।
লালন ফকির আসলে মিথ্যে
ঘুরে বেড়ায় তীর্থে তীর্থে।
সই হলো না একমন দিতে
আসলেতে প’লো কম।।