সখি! আয় আমার সনে গো দেখবি যদি তারে
Sokhi, Ay Amar Sone Go Dekhbi Jodi Tare
সখি! আয় আমার সনে গো দেখবি যদি তারে,
দেখলে সে রুপ পাগল হবি আসবি না আর ফিরে রে।
হা রয়েছে হু-য়ের সনে,যুগল মিলনে,
হে মজিয়ে তানেমানে (ঐ দেখ) রুপে করল আলোরে।
জ্বলে স্হলে রুপের কিরন,ভূবন করে আলো,
সে রুপ যে দেখেছে,সে ভূলেছে হয়েছে পাগল রে।
রুপ নগরে যেতে পথে,আছে তিনটি থানা,
এ পথ না চিনো যদি রয়ে যাবে কানা রে।
পথের মাঝে বসে আছে,বোন্বেটে ছয়জনা,
তাদের চোখে পড়ে পথ ভূলিলে,দেখবি কেমন করে রে।
রশিদ বলে চল সখি বিলন্ব করো না,
দিন ফুরালে মাশুক রুপ দরশন হবে না রে।