সকাল হতে না হতে || Sokal Hote Na Hote | Pronomi Tomaya | কবিতা কৃষ্ণ মূর্তি ও মোঃ আজিজ

Song : Sokal Hote Na Hote

গান : সকাল হতে না হতে
ছবি-প্রণমি তোমায়
শিল্পী-কবিতা কৃষ্ণ মূর্তি, মোঃ আজিজ
Movie : Pronomi Tomaya
Artist : Mohammed Aziz, Kavita Krishnamurthy
Music Director : Bappi Lahiri
Lyricist : Pulak Bandyopadhyay, Mukul Dutta
Mood : Happy
Release : 1989
Director : Prabhat Roy
Starcast : Prosenjit Chatterjee, Arjun Chakraborty, Biplab Chatterjee, Sumitra Mukherjee, Reshma Singh


সকাল হতে না হতে,
কেন এলে রং দিতে,
এখনো ঘরের কাজ ছাড়িনি।।
বাধা চুল খুলিনি
নীল বাস পরিনি
রাতের শাড়িটা ছাড়িনি।
সকাল হতে না হতে
কেন এলে রং দিতে
এখনো ঘরের কাজ ছাড়িনি।

তোমাকে না দিলে রং সবার আগে,
রং খেলা কখনো কি ভালো লাগে ?।।
দোহাই আবির তুমি দিওনা গো
সকল রা দেখতে পেলে দেবে বদনাম
বাসছে তোমাকে ভালো
কোনোদিন আমি কারো
কথার ধার তো কভু ধারিনি
সকাল হতে না হতে
কেন এলে রং দিতে
এখনো ঘরের কাজ ছাড়িনি।
যাতে আমারি রঙে
যাও রাঙা নয়নে
না এসে থাকতে তাই পারিনি।
বাধা চুল খুলিনি
নীল বাস পরিনি
রাতের শাড়িটা ছাড়িনি।
সকাল হতে না হতে
কেন এলে রং দিতে
এখনো ঘরের কাজ ছাড়িনি।

দেখবো আমার দেওয়া রঙিন ফাগে,
তোমার অঙ্গে আজ কি রং জাগে ?।।
সাধের লগন এলে তখন ডেকো
এখন মনের ভাষা মনেই রেখো
সকল খেলার মত জিতব এ খেলাতেও
কখন কোথাও আমি হারিনি।
সকাল হতে না হতে
কেন এলে রং দিতে
এখনো ঘরের কাজ ছাড়িনি।
বাধা চুল খুলিনি
নীল বাস পরিনি
রাতের শাড়িটা ছাড়িনি।
যাতে আমারি রঙে
যাও রাঙা নয়নে
না এসে থাকতে তাই পারিনি।
সকাল হতে না হতে
কেন এলে রং দিতে
এখনো ঘরের কাজ ছাড়িনি।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *