সংসার | কবিতা | হুমায়ূন আহমেদ সংসার — হুমায়ূন আহমেদ শোন মিলি। দুঃখ তার বিষমাখা তীরে তোকে বিঁধে বারংবার। তবুও নিশ্চিত জানি,একদিন হবে তোর সোনার সংসার ।। উঠোনে পড়বে এসে একফালি রোদ তার পাশে শিশু গুটিকয় তাহাদের ধুলোমাখা হাতে- ধরা দেবে পৃথিবীর সকল বিস্ময়। Related Share on