শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে | Sraboner Megh Gulo Joro Holo Akashe Lyrcis

শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে
Sraboner Megh Gulo Joro Holo Akashe
অ্যালবাম: শ্রাবণের মেঘ (১৯৯০)
ব্যান্ড: ডিফারেন্ট টাচ (Different Touch)
কথা ও সুর: আশরাফ বাবু
শিল্পী: মেজবাহ রহমান
[শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে
অঝোরে নামবে বুঝি শ্রাবনধারা এ]-২
[আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে]-২
শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে
অঝোরে নামবে বুঝি শ্রাবনধারা এ।
[কবিতার বই সবে খুলেছি
হিমেল হাওয়ায় মন ভিজেছে,
জানালার পাশে চাঁপা মাধবী
বাগান বিলাসী হেনা দুলেছে]-২
আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে।
[মেঘেদের যুদ্ধ শুনেছি
সিক্ত আকাশ কেঁদে চলেছে,
জমেছে হাঁসের জলকেলি
পথিকের পায়ে হাঁটা থেমেছে]-২
[আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে]-২
[শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে
অঝোরে নামবে বুঝি শ্রাবনধারা এ]-২
লা লা লা লা লা লা লা হুঁ হুঁ হুঁ হুঁ লা লা লা লা
…………………………………………………………………………
[Sraboner megh gulo joro holo akashe
Ojhore nambe bujhi srabon dhara e]-x2
[Aaj keno mon udashi hoye
Dur ojanay chay harate]-x2
Sraboner megh gulo joro holo akashe
Ojhore nambe bujhi srabondhara e
[Kobitar boi sobe khulechi
Himel hawaey mon bhijeche
Janalar pashe chapa madhobi
Bagaan bilasi hena duleche]-x2
Aaj keno mon udashi hoye
Dur ojanay chay harate.
[Megheder juddho shunechi
Shikto akaash kende choleche
Jomeche hasher jolkeli
Pothiker paaye hanta themeche]-x2
[Aaj keno mon udashi hoye
Dur ojanay chay harate]-x2
[Sraboner megh gulo joro holo akashe
Ojhore nambe bujhi srabondhara e]-x2
La la la la la la la hm hm hm hm la la la la

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *