শ্যামা মা উড়াচ্ছ ঘুড়ি, ভব-সংসার বাজারের মাঝে

শ্যামা মা উড়াচ্ছ ঘুড়ি,
ভব-সংসার বাজারের মাঝে(২)
ঐ যে মন-ঘুড়ি আশা-বায়ু
বাঁধা তাহে মায়া-দড়ি
শ্যামা মা উড়াচ্ছ ঘুড়ি
ভব-সংসার বাজারের মাঝে
শ্যামা মা উড়াচ্ছ ঘুড়ি

কাক গন্ডী মন্ডী গাঁথা,
তাতে পঞ্চরাদি নাড়ি(২)
ঘুড়ি স্বগুনে নির্মান করা(২)
কারিগরি বাড়াবাড়ি
শ্যামা মা উড়াচ্ছ ঘুড়ি
ভব-সংসার বাজারের মাঝে

বিষয়ে মেজেছ মাঞ্জা,
কর্কশা হয়েছে দড়ি(২)
(ঘুড়ি)লক্ষে দুটো একটা কাটে(২)
হেসে দেও মা হাত-চাপড়ি
প্রসাদ বলে দক্ষিনা বাতাসে
ঘুড়ি যাবে উড়ি
ভব-সংসার-সমুদ্র পারে,
পড়বে গিয়ে তাড়াতাড়ি
শ্যামা মা উড়াচ্ছ ঘুড়ি
ভব-সংসার বাজারের মাঝে
শ্যামা মা উড়াচ্ছ ঘুড়ি
ঐ যে মন-ঘুড়ি আশা-বায়ু
বাঁধা তাহে মায়া-দড়ি
শ্যামা মা উড়াচ্ছ ঘুড়ি
ভব সংসার বাজারের মাঝে
শ্যামা মা উড়াচ্ছ ঘুড়ি

“রামপ্রসাদী গান”

রাগিনী ললিত বিভাস
তাল আড়াঠেকা

(কন্ঠ-মনোময় ভট্টাচার্য্য)

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *