শ্যামা নামের মহিমা অপার | Shayama Namer Mohima Opar Lyrics

শ্যামা নামের মহিমা অপার

Shayama Namer Mohima Opar Lyrics

কথা-কমলাকান্ত ভট্টাচার্য‍্য
শিল্পী-শ্রীকান্ত আচার্য‍্য

শ্যামা নামের মহিমা অপার

শ্যামা নামের মহিমা অপার,কেনে মন,
মিছে ভ্রম বারে বাররে মন।।
শ্যামা নামের মহিমা অপার।

চঞ্চলরে মানসা মধু আশে,
অভয়-চরণ করো সাররে।।
শ্যামা নামের মহিমা অপার।

মন রে সুকৃতি বট,
সদা শ্যামা নাম রট।।
রে অনাসে নাশো ভব-ভার রে।
শ্যামা নামের মহিমা অপার।

কমলাকান্তের মন,
মিছে ফেরে ফেরো কেন।।
কালী বিনা কে আছে তোমার,রে।
শ্যামা নামের মহিমা অপার,কেনে মন,
মিছে ভ্রম বারে বাররে মন।
শ্যামা নামের মহিমা অপার।

Check Also

Ebar Jeno Onno Rokom Pujo Lyrics | এবার যেন অন্যরকম পুজো Lyrics | Yoddha

Ebar Jeno Onno Rokom Pujo Lyrics এবার যেন অন্যরকম পুজো Lyrics Yoddha Film : YoddhaStarring …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *