শ্যামল বরণ রূপে মন নিল হরিয়া
Shyamol Boron Rupe Mon Nilo Horiya
Radharaman Dutta রাধারমণ দত্ত
শ্যামল বরণ রূপে মন নিল হরিয়া
কুক্ষণে গো গিয়াছিলাম….. আমি জলের লাগিয়া
কারো নিষেধ না মানিয়া সখি গো।।
শ্যামল বরণ রূপে মন নিল হরিয়া
আবার আমি জলে যাব ভরা জল ফেলিয়া
জল লইয়া গৃহে আইলাম….. আমি প্রাণটি বান্ধা থুইয়া
আইলাম শুধু দেহ লইয়া সখি গো।।
শ্যামল বরণ রূপে মন নিল হরিয়া
কি বলব সই রূপের কথা শোন মন দিয়া
বিজলি চটকের মতো…… সে যে রইয়াছে দাঁড়াইয়া
আমার বাঁকা শ্যাম কালিয়া সখি গো।।
শ্যামল বরণ রূপে মন নিল হরিয়া
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
মনে লয় তার সঙ্গে যাইতাম….. আমি ঘরের বাহির হইয়া
আমি না আসব ফিরিয়া সখি গো।।
শ্যামল বরণ রূপে মন নিল হরিয়া