শোয়াইবে সে বিছানে, দুলাইন যেন দুলার সনে
Shoyaibe Se Bichane, Dulain Jeno Dular Sone
হাফেজ ক্বারী মাওলানা সৈয়দ আল্লামা আবদুল গণী কাঞ্চনপুরী।
শোয়াইবে সে বিছানে,দুলাইন যেন দুলার সনে।
শুইয়ে রবী সুখ স্থানে,তাবত হাশর।
কবর কোসাদা হবে,সুখ সীমা না রহিবে।
মারহাবা ধ্বনি শুনিবে পাইবি আদর।
শোয়াইবে সে বিছানে,দুলাইন যেন দুলার সনে।
শুইয়ে রবী সুখ স্থানে,তাবত হাশর।
বলবে তারে ফেরেস্তাগনে,শুইয়ে থাক সুখ বিছানে।
যেন দুলাইন দুলার সনে,মকবুলের কি আর ডর।
শোয়াইবে সে বিছানে,দুলাইন যেন দুলার সনে।
শুইয়ে রবী সুখ স্থানে,তাবত হাশর।
মন আমার সঙ্গি যোগাড় কর।।
একলা ঘরে যেতে হবে কবর ভিতর।