শোন একটি মুজিবরের থেকে
Sono Ekti Mujiborer Theke
কথা: গৌরীপ্রসন্ন মজুমদার
সুর: অংশুমান রায়
শিল্পী: অংশুমান রায়
Sono Ekti Mujiborer Theke
কথা: গৌরীপ্রসন্ন মজুমদার
সুর: অংশুমান রায়
শিল্পী: অংশুমান রায়
শোন একটি মুজিবরের থেকে
লক্ষ মুজিবরের কন্ঠস্বরের
ধ্বনি-প্রতিধ্বনি
আকাশে বাতাসে ওঠে রণী
বাংলাদেশ,আমার বাংলাদেশ।।
সেই সবুজের বুক চেরা মেঠো পথে
আবার যে যাব ফিরে,আমার
হারানো বাংলাকে
আবার তো ফিরে পাব
শিল্পে-কাব্যে কোথায় আছে
হায়রে এমন সোনার খনি।।
বিশ্ব কবির ‘সোনার বাংলা’
নজরুলের ‘বাংলাদেশ’
জীবনানন্দের ‘রূপসী বাংলা’
রূপের যে তার
নেই কো শেষ,বাংলাদেশ।
‘জয় বাংলা’ বলতে মনরে আমার
এখনো কেন ভাব,আমার
হারানো বাংলাকে
আবার তো ফিরে পাব
অন্ধকারে পুব আকাশে
উঠবে আবার দিনমণি।।