শেফালি সুরভী জাগা Lyrics
Shefali Surovi Jaga Lyrics
আগমনী গান
রামকুমার চট্টোপাধ্যায়
রামকুমার চট্টোপাধ্যায়
শেফালি সুরভী জাগা Lyrics
শেফালি সুরভী জাগা স্নিগ্ধ রাতে
দশ দিশি উজল করি
রাজ রাজেশ্বরী মা আমার
ওই আসে মরি গো মরি।
দশ দিশি উজল করি
রাজ রাজেশ্বরী মা আমার
ওই আসে মরি গো মরি।
তাই আলো আলপনাতে
ধরা চায় নিজেরে সাজাতে
স্নিগ্ধ কমল বনে, মৃদু মধু গুঞ্জনে
পড়েছে যে ভ্রমর ভ্রমরী রে।।
স্নিগ্ধ কমল বনে, মৃদু মধু গুঞ্জনে
পড়েছে যে ভ্রমর ভ্রমরী রে।।
শিশিরের মরকত হেম জিনি ঝলিছে
নবীন ধানের শীষে মঞ্জরী দোলে গো
শুভ্র কাশের বনে, বায়ু বহে আনমনে
অমল ধবল মেঘ নীলিমার কোণে গো।
নবীন ধানের শীষে মঞ্জরী দোলে গো
শুভ্র কাশের বনে, বায়ু বহে আনমনে
অমল ধবল মেঘ নীলিমার কোণে গো।
অন্নদারূপিণী যে আনন্দময়ী মা
যে নিরানন্দ তার দুখ জানে সবই মা
তার কি অসুখ বলো মা যার ভুবন তরে।।
যে নিরানন্দ তার দুখ জানে সবই মা
তার কি অসুখ বলো মা যার ভুবন তরে।।
