শূন্যে ডানা মেলে পাখিরা উড়ে গেলে
Shunye Daana Mele Pakhira Ure Gele
ছায়াছবি: তাসের ঘর (১৯৫৭)
রাগ: ভৈরবী
গীতিকার: বিমল ঘোষ
সুর ও কণ্ঠ: হেমন্ত মুখোপাধ্যায়
[শূন্যে ডানা মেলে পাখিরা উড়ে গেলে
নিঝুম চরাচরে তোমায় খুঁজে মরি]-২
আকাশে বেদনার,সেতারে সন্ধ্যার,
গোধূলি ঝংকারে তোমারই গান ধরি
শূন্যে ডানা মেলে পাখিরা উড়ে গেলে
নিঝুম চরাচরে তোমায় খুঁজে মরি।
[অকূল ভাবনাতে রাত্রি নেমে আসে,
নদীর কালোজলে তোমার স্মৃতি ভাসে]-২
জোনাকি ঝাঁকে ঝাঁকে,বনের ফাঁকে ফাঁকে,
তোমারই স্মৃতিকণা জ্বালাতে ভালোবাসে
শূন্যে ডানা মেলে পাখিরা উড়ে গেলে
নিঝুম চরাচরে তোমায় খুঁজে মরি।
[অচেনা কেন এলে জীবন পথে মোর
বিরহ বরিষনে কাঁদাতে নিশিভোর]-২
[যেখানে চাঁদ ওঠে ভুলের কুয়াশায়,
যেখানে বারি ঝরে শাওন বরিষায়]-২
যেখানে শশীকলা জানেনা ছলাকলা,
নীরবে ক্ষয়ে ক্ষয়ে তিমিরে ডুবে যায়।
শূন্যে ডানা মেলে পাখিরা উড়ে গেলে
নিঝুম চরাচরে তোমায় খুঁজে মরি
আকাশে বেদনার,সেতারে সন্ধ্যার,
গোধূলি ঝংকারে তোমারই গান ধরি
শূন্যে ডানা মেলে পাখিরা উড়ে গেলে
নিঝুম চরাচরে তোমায় খুঁজে মরি।