শুয়াচান পাখি | Shuachan Pakhi | বারী সিদ্দিকী

শিরোনাম: শুয়াচান পাখি
Shuachan Pakhi
শিল্পী: বারী সিদ্দিকী
শুয়াচান পাখি আমার শুয়াচান পাখি ,
আমি ডাকি তাছি তুমি ঘুমাইছ নাকি ।। ২
তুমি আমি জনম ভরা ছিলাম মাখা মাখি , ২
আছ কেন হইলে নীরব মেলো দুটি আখি ,
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি ।।
বুলবুলি আর তোতা ময়না কত নামে ডাকি তোরে কত নামে ডাকি ,
শিকল ভেঙ্গে চলে গেলে কারে লইয়া থাকি ,
আমি ডাকি তাছি তুমি ঘুমাইছ নাকি ।।
তোমার আমার এই পিরিতি চর্ন্দ্র সূর্য্য সাক্ষী ।২
হঠাত করে চলে গেলে বুঝলাম না চালাকিরে পাখি
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি ,
শুয়াচান পাখি আমার শুয়াচান পাখি
আমি ডাকি তাছি তুমি ঘুমাইছ নাকি ।।২
শুয়াচান পাখি

Check Also

সব নিয়া নেরে মাওলা সব নিয়া নে | Sob Nia Nere Maula Sob Nia Ne | Song Lyrics

সব নিয়া নে রে মওলা || Maula Amar Bari Niya Ne Re শিল্পী/Singer: সালেহ বিশ্বাস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *