শুকনো পাতার নূপুর পায়ে | Shukno Pathar Nupur Paye | ইন্দ্রাণী সেন

শিরোনামঃ শুকনো পাতার নূপুর পায়ে
শিল্পীঃ ইন্দ্রাণী সেন
গীতিকারঃ কাজী নজরুল ইসলাম
শুকনো পাতার নূপুর পায়ে নাচিছে ঘূর্ণি বায়
জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল
ঢেউ তুলে সে যায়।।
দীঘির বুকে শতদল দলি
ঝরায়ে বকুল চাপার কলি,
চঞ্চল ঝরণার জল ছলছলি
মাঠের পথে সে ধায়,
জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল
ঢেউ তুলে সে যায়।।
বনফুল আভরণ খুলিয়া ফেলিয়া
আলুথালু এলোকেশ গগন মেলিয়া,
পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া
ধূলি ধূসর কায়,
জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল
ঢেউ তুলে সে যায়।।
ইরানী বালিকা যেন মরু চারিণী
পল্লীর প্রান্তর বন মনোহারিণী,
ছুটে আসে সহসা গৌরিক বরণী
বালুকার উড়নী গায়,
জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল
ঢেউ তুলে সে যায়,
শুকনো পাতার নূপুর পায়ে নাচিছে ঘূর্ণি বায়
জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল
ঢেউ তুলে সে যায়।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *