শহরের বুকে ইটের পাহাড়ে
Sohorer Buke Iter Pahare
ছবি-আসল নকল
শিল্পী-অমিত কুমার
[শহরের বুকে ইটের পাহাড়ে চাপা পড়ে আছে প্রাণ]-২
[সবুজ মন যে হারিয়ে গেছে ভুলে গেছি যত গান]-২
শহরের বুকে ইটের পাহাড়ে চাপা পড়ে আছে প্রাণ
[সবুজ মন যে হারিয়ে গেছে ভুলে গেছি যত গান]-২
শহরের বুকে ইটের পাহাড়ে চাপা পড়ে আছে প্রাণ।
[মনের মাধুরী মোর আকাশে মিলিয়ে যায়
গ্রামের মাটি যে আজ ডাকিছে আমায়]-২
[নদী কিনারায় লতায় পাতায় শুনবো যে কলতান]-২
[সবুজ মন যে হারিয়ে গেছে ভুলে গেছি যত গান]-২
শহরের বুকে ইটের পাহাড়ে চাপা পড়ে আছে প্রাণ।
[আমি মনে ভাবি আমি যে বড় একা
সুখের আশায় ঘুরি পাইনা তো দেখা]-২
[তোমাদের লাগি আজ নেই মোর এতটুকু অভিমান]-২
[সবুজ মন যে হারিয়ে গেছে ভুলে গেছি যত গান]-২
শহরের বুকে ইটের পাহাড়ে চাপা পড়ে আছে প্রাণ
[সবুজ মন যে হারিয়ে গেছে ভুলে গেছি যত গান]-২