শংকর হর হর শিব শুভঙ্কর ভয়ংকর শিব প্রলয়কারী
Shonkor Hor Hor Shib Shubhonkor Bhyongkor Shib Proloykari
কথা-ভবা পাগলা
শিল্পী-শংকর বাইন
শংকর হর হর শিব শুভঙ্কর ভয়ংকর শিব প্রলয়কারী
শংকর হর হর শিব শুভঙ্কর,
ভয়ংকর শিব প্রলয়কারী।।
জাহ্নবী শিরে বহিছে ধীরে ধীরে।।
আধো চাঁদ ভালে মুখে হরি হরি।
শংকর হর হর শিব শুভঙ্কর,
ভয়ংকর শিব প্রলয়কারী।
বদনে ইন্দু ঢলঢল ঢল,
ভবেতে ভোলানাথ হইয়া পাগল।।
ছল ছল ঐ নয়ন যুগল।।
ধ্যানেতে মগন ঐ ত্রিপুরারি
শংকর হর হর শিব শুভঙ্কর,
ভয়ংকর শিব প্রলয়কারী।
বাঘাম্বর পরি ঐ দিগম্বর,
প্রলয় নৃত্যে পরম ঈশ্বর।।
কভু শিহরি ওঠে,
পলকে প্রলয় ঘটে।।
ভবার ভোলানাথ দক্ষ অরি।
শংকর হর হর শিব শুভঙ্কর
ভয়ংকর শিব প্রলয়কারী
জাহ্নবী শিরে বহিছে ধীরে ধীরে।।
আধো চাঁদ ভালে মুখে হরি হরি।
শংকর হর হর শিব শুভঙ্কর
ভয়ংকর শিব প্রলয়কারী।