লোভী মন কবে হবি ভালো | Lovi Mon Kobe Hobi Bhalo | Bolon Bani Lyrics

লোভী মন কবে হবি ভালো
Lovi Mon Kobe Hobi Bhalo
Bolon Bani Lyrics
বলন বাণী
—————–
লোভী মন কবে হবি ভালো
এ জনম বিফল হলো।
ধনের আশে পাগল মতন
মানবকর্মে হলি অধঃপতন
পিতৃধন হলো না যতন
ইতরে আচার না গেল।
যত কর ধন আহরণ
এত ধন খাবি কখন
নাক ডগায় ঘুরে শমন
ধন দিয়ে কে রক্ষা পেল।
যত ধনী লাট বাহাদুর
তারা ভবে নয় চতুর
বলন কয় মূল ফতুর
মন তোর সে দশা হলো।
লোভী মন কবে হবি ভালো | Lovi Mon Kobe Hobi Bhalo | Bolon Bani Lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *