লুকোচুরিতে প্রেম যে ওঠে জমে
ধীরে ধীরে সে মেরী জিন্দগী মেঁ আনা
धीरे धीरे से मेरी ज़िन्दगी में आना
Dheere Dheere Se Meri Zindagi
ছবি: আশিকী(হিন্দী)
শিল্পী: কুমার শানু, অনুরাধা পড়োয়াল
ধীরে ধীরে সে মেরী জিন্দগী মেঁ আনা
धीरे धीरे से मेरी ज़िन्दगी में आना
Dheere Dheere Se Meri Zindagi
ছবি: আশিকী(হিন্দী)
শিল্পী: কুমার শানু, অনুরাধা পড়োয়াল
লুকোচুরিতে এই প্রেম যে ওঠে জমে
তুমি এখনি আমাকে ধরো না
এসো একটু আরো খেলবো এই খেলা
না না আমায় আজ বারণ করো না
ও লুকোচুরিতে এই প্রেম যে ওঠে জমে
তুমি এখনি আমাকে ধরো না
এসো একটু আরো খেলবো এই খেলা
না না আমায় আজ বারণ করো না।
যে দিন হল দেখা
সে দিন থেকেই হারালো মন
এই মুখে আমার
হায় তুমি ছাড়া
নেই কিছু এখন ;
আমারও যে হাল
সেই একই রকম ও স্বজন
শুধু ভাবনা তোমার
সঙ্গী যে আমার হয় সারাক্ষণ
আমি হলাম তাই তোমার দীবানা
না না আমায় আজ বারণ করো না
ও লুকোচুরিতে এই প্রেম যে ওঠে জমে
তুমি এখনি আমাকে ধরো না।
তুমি তো বার বার
আমাকে ডেকেছ নিশীথে
আর ঘুম তো কেড়েছ
মিষ্টি মুখের কথাতে।
তুমিতো হরদম আমাকে
গেছ গো জ্বালিয়ে
তবুও তোমার সেই দুষ্টুমিকে
গেছি যে সয়ে
জানি জানি এ তো প্রেমেরই নিশানা
না না আমায় আজ বারণ করো না
হো লুকোচুরিতে এই প্রেম যে ওঠে জমে
তুমি এখনি আমাকে ধরনা
এসো একটু আরো খেলবো এই খেলা
না না আমায় আজ বারণ করো না
ও এসো একটু আরো খেলবো এই খেলা
না না আমায় আজ বারণ করো না।