লাল ফিতে, সাদা মোজা – সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা | Se Prothom Prem Amar Nilanjana

Se Prothom Prem Amar Nilanjana
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা
নচিকেতা


 লাল ফিতে, সাদা মোজা স্কু-স্কুলের ইউনিফর্ম

ন’টার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম

পড়া ফেলে এক ছুট-ছুটে রাস্তার মোড়ে

দেখে সাইরেন মিস করা দোকানীরা দেয় ঘড়িতে দম

এরপর একরাশ কালো কালো ধোঁয়া

স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া

এরপর বিষন্ন দিন বাজেনা মনোবীণ

অবসাদে ঘিরে থাকা সে দীর্ঘ দিন

হাজার কবিতা, বেকার সবই-তা

হাজার কবিতা, বেকার সবই-তা

তার কথা কেউ বলে না

সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা

সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা

সন্ধ্যা ঘনাতো যখন পাড়ায় পাড়ায়

Rock থাকতো ভরে কিছু বখাটে ছোড়ায়

হিন্দি গানের কলি, সদ্য শেখা গালাগালি

একঘেয়ে হয়ে যেত সময় সময়

তখন উদাস মন ভুলে মনোরঞ্জন

দাম দিয়ে যন্ত্রণা কিনতে চায়

তখন নীলাঞ্জনা প্রেমিকের কল্পনা

ও মনের গভীরতা জানতে চায়

যখন খোলা চুলে হয়তো মনের ভুলে

তাকাতো সে অবহেলে দু’চোখ মেলে

হাজার কবিতা বেকার সবই-তা

হাজার কবিতা বেকার সবই-তা

তার কথা কেউ বলে না

সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা

সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা

অংকের খাতা ভরা থাকতো আঁকায়

তার ছবি, তার নাম পাতায় পাতায়

হাজার অনুষ্ঠান, প্রভাত ফেরীর গান

মন দিন গুনে এই দিনের আশায়

রাত জেগে নাটকের মহড়ায় চঞ্চল

মন শুধু সে ক্ষণের প্রতিক্ষায়

রাত্রির আঙ্গিনায় যদি খোলা জানালায়

একবার একবার যদি সে দাঁড়ায়

বোঝেনি অবুঝ মন নীলাঞ্জনা তখন

নিজেতে ছিলো মগন এ প্রাণপণ

হাজার কবিতা বেকার সবই তা

হাজার কবিতা বেকার সবই তা

তার কথা কেউ বলে না

সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা

সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা

সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা

সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *