লাল পাহাড়ির দেশে যা – লিরিক্স | Lal Paharir Deshe Ja | Key Lyrics

লাল পাহাড়ির দেশে যা
Lal Paharir Deshe Ja
Presenting Lal Paharir deshe ja a popular song written by arun chakrabarty. Lal paharir deshe ja rangamatir deshe ja is one of the most popular number, here the arbachin band tried to cover the song. Vocalist : Chakraborty Raja Lyrics : Arun Chakrabarty Guitarist : Gourab Karmakar Kajon player : Aloran Banik Percussionist : Kanjanava Bhowmick D.O.P : Subir Photography Cinematography : Subir Roy Editor : Subir Roy and ChakrabortyRaja Label : Folk Studio
লাল পাহাড়ির দেশে যা
রাঙামাটির দেশে যা(২)
ইতাক তোকে মানাইছে না রে
ইক্কেবারে মানাইছে না রে
লাল পাহাড়ির দেশে যাবি
হাঁড়ি আর মাদল পাবি(২)
মেয়ে মরদের আদর পাবি রে
ও নাগর, ও নাগর,
ইক্কেবারে মানাইছে না রে
লাল পাহাড়ির দেশে যা
রাঙামাটির দেশে যা
ইতাক তোকে মানাইছে না রে
ইক্কেবারে মানাইছে না রে
নদীর ধারে শিমুলের ফুল
নানা পাখির বাসা রে
নানা পাখির বাসা
সকালে ফুটিবে ফুল
মনে ছিলো আশারে
এমন ছিলো আশা
তুই ভালোবেসে গেলি চলে
কেমন বাপের ব্যাটা রে তুই
কেমন বাপের ব্যাটা
লাল পাহাড়ির দেশে যা
রাঙামাটির দেশে যা
ইতাক তোকে মানাইছে না রে
ইক্কেবারে মানাইছে না রে
ভাদর মাসে ভাদু পূজা
ভাদু গানের ঘটা রে
ওই কালো মেয়েটার মন মজেছে
গলায় দিবো মালা রে,
তার গলায় দিবো মালা
তুই মরবি তো মরে যা
ইক্কেবারে মরে যা
মরবি তো মরে যা
ইক্কেবারে মরে যা
ইতাক তোকে মানাইছে না রে
ও নাগর, ও নাগর,
ইক্কেবারে মানাইছে না রে
লাল পাহাড়ির দেশে যা
রাঙামাটির দেশে যা
ইতাক তোকে মানাইছে না রে
ইক্কেবারে মানাইছে না রে……

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *