লজ্জা কেন এলো
Lajja Keno Elo
शर्म आने लगी
Sharm Aane Lagi
ছায়াছবি: জীবন যুদ্ধ
গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায়
সুরকার: নাদিম-শ্রাবণ
কণ্ঠ: অলকা ইয়াগনিক
[লজ্জা কেন এলো লজ্জা কিসে এলো]-২
[লজ্জা ঘিরে এলো]-২
[হায় জানতে পারিনি আমার কী হলো]-২
[অকারণে হাসির রং ছুঁয়ে গেল]-২
[হায় জানতে পারিনি আমার কী হলো]-২
লজ্জা কেন এলো লজ্জা কিসে এলো
[লজ্জা ঘিরে এলো]-২
লতা হয়েছে বেণী
হো গায়ে যৌবন নামছে
নয়নে এলো শ্রাবণরে
ও মন আকাশে মেঘ জমছে
ভাবের হাত ধরি নিজের ভারে মরি
রূপের বান এলো সব যে ভেসে গেল
যৌবন এসেছে বুঝিনি
[লজ্জা কেন এলো লজ্জা কিসে এলো]-২
[হায় জানতে পারিনি আমার কী হলো]-২
লজ্জা কেন এলো লজ্জা কিসে এলো
[লজ্জা ঘিরে এলো]-২
দেখে মনের আয়না
ও পরছি লাজের গয়না
মন-ভোমরা হয়েছে
ও ঘোমটা টেনে উড়ছে
আমি তো হারিয়ে গেছি
চোখেতে চোখ রেখে
মরমে মরে গেছি
সুখের ছবি দেখে
প্রেম যে নতুন রাগিনী
[লজ্জা কেন এলো লজ্জা কিসে এলো]-২
[হায় জানতে পারিনি আমার কী হলো]-২
[অকারণে হাসির রং ছুঁয়ে গেল]-২
[হায় জানতে পারিনি আমার কী হলো]-২
লজ্জা কেন এলো লজ্জা কিসে এলো
[লজ্জা ঘিরে এলো]-২
লজ্জা কেন এলো লজ্জা কিসে এলো।