Rup Jodi Tor Eto Kalo Lyrics
রূপ যদি তোর এতো কালো
(শিল্পী-নরেশ)
Rup Jodi Tor Eto Kalo Lyrics
রূপ যদি তোর এতো কালো
দেখি মুন্ডমালা কেন গলে ?
অভয়া তোর রূপে মাগো।।
শিব কেন তোর পায়ের তলে ?
রূপ যদি তোর এতো কালো
মুন্ডমালা কেন গলে ?
সতী,সতী,সতী মায়ের কন্যা তুমি,
লোকে তোমায় সতী বলে(২)
শিবকে রাখলে পদতলে।।
এ ধর্ম মা কোথা পেলে।
রূপ যদি তোর এতো কালো
মুন্ডমালা কেন গলে ?
ও শ্যামা মা,ব্রক্ষ্মময়ী মা।
যোগী পায় না যোগ সাধনে,
ব্রহ্ম পায় না ব্রহ্মজ্ঞানে।।
কেনরে মা এমন হলি।।
আমারে মা দিস্ না ফেলে।
রূপ যদি তোর এতো কালো
মুন্ডমালা কেন গলে ?
সাজায়েছি বরণ ডালা মা
লও না কেন্ মা হাতে তুলি
মা-আনন্দময়ী-মা
সাজায়েছি বরণ ডালা মা
লও না কেন্ মা হাতে তুলি।
প্রসাদ বলে ওমা তারা,
দেখি তোরে একবার দাঁড়া।।
কোলে লও মা এই পাগলরে।।
ডাকে রে তোর অধম ছেলে।
রূপ যদি তোর এতো কালো
মুন্ডমালা কেন গলে ?
অভয়া তোর রূপে মা।।
শিব কেন তোর পদ তলে ?
রূপ যদি তোর এতো কালো
মুন্ডমালা কেন গলে ?
মা,শ্যামা মা,ব্রক্ষ্মময়ী মা
রূপ যদি তোর এতো কালো
মুন্ডমালা কেন গলে ?