রাসুলকে চিনলে পরে খোদা চেনা যায়
Rasulke Chinle Pore Khoda Chena Jai
রাসুলকে চিনলে পরে খোদা চেনা যায়।
রূপ ভাঁড়ায়ে দেশ বেড়ায়ে চলে গেলেন দয়াময়।
জন্ম যাহার এই মানবে,
ছায়া তার পড়েনাই ভুমে,
দেখ দেখি তাই বুদ্ধিমানে,
কে এলোরে মদিনায়।
পথে ঘাটে রাসুলেরে,
মেঘে রইতো ছায়া ধরে,
দেখ দেখি মন লেহাজ করে,
জীবের কি সে দরজা হয়।
আহাম্মদ নাম লিখিতে,
মীম হরফ হয় নফি করতে,
সিরাজ সাঁই কয় লালন তোকে,
কিঞ্চিৎ নজির দেখাই।