রাই জাগো রাই জাগো শুক শারী বলে
Rai Jago Rai Jago Shuka Shari Bole
Key Lyrics
সুর-প্রচলিত
কন্ঠ-অদিতি মুন্সী
কন্ঠ-অদিতি মুন্সী
রাই জাগো রাই জাগো,
শুক-শারী বলে।।
করাইত নিদ্রা যাও গো রাধে
শ্যাম নাগরের কোলে
রাই জাগো রাই জাগো
শুক-শারী বলে।।
শুক শারীর রব শুনি,
জাগিলো রাই বিনোদিনী।।।
আপনি জাগিয়া রাই
কানুরে জাগাইলে
রাই জাগো রাই জাগো,
শুক-শারী বলে।।
নিদ্রার আবেশে রাধে
ঢুলুঢুলু করে।
হেলিয়া ঢলিয়া পড়ে
শ্যাম নাগরের কোলে।
শুক বলে ওগো শারী
কি কার্য করিলে
তমালে কনকলতা
কেন ছাড়াইলে
রাই জাগো রাই জাগো,
শুক-শারী বলে।।
ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ,
লহ গৌরাঙ্গের নাম রে।।
যে জন গৌরাঙ্গ ভজে,
সে হয় আমার প্রাণ রে।।
ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ,
লহ গৌরাঙ্গের নাম রে।।
যে জন গৌরাঙ্গ ভজে,
সে হয় আমার প্রাণ রে।।
ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ,
লহ গৌরাঙ্গের নাম রে।।
জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে
গৌর হরি হরি বোল।
রাই জাগো
রাই জাগো রাই জাগো শুকশারী বলে,
কত নিদ্রা যাও গো রাধে শ্যামনাগরের কোলে।
শুকশারীর রব শুনি জাগিল রাই বিনোদিনী,
আপনি জাগিয়া রাই কানুরে জাগাইলে।
নিদ্রার আবেশে রাধে ঢুলু-ঢুলু করে,
হেলিয়া ঢলিয়া পড়ে শ্যামনাগরের কোলে।
শুক বলে ওগো শারী কি কার্য করিলে,
তমালে কনকলতা কেন ছাড়াইলে।