রসের গৌর হেরে কি হলো সই আমার অন্তরে
Raser Gour Here Ki Holo Soi Amar Ontore
কথা ও সুর: রাধেশ্যাম দাস গোসাঁই
Lyrics Typed By: সুধন্য মন্ডল)
[(আমার) অহরহ হৃদে জাগে]-২
[সই রে পাসোরা না যায় তাঁরে]-২
আমার অন্তরে
[রসের গৌর হেরে কি হলো সই
আমার অন্তরে]-২
[গৌর হেরে ও নাগরী
আমি আর যে ঘরে রইতে নারি]-২
[আমি গুমরে গুমরে মরি]-২
[বল্ বল্ ধৈরজ ধরি কি করে?]-২
আমার অন্তরে
রসের গৌর হেরে কি হলো সই,
আমার অন্তরে।
[আ মরি কী রুপের কিরণ!
যেন কাঁচা সোনার বরণ]-২
[ও সে রমণীর মন করে হরণ]-২
[একবার যদি সে চায় ফিরে]-২
আমার অন্তরে
রসের গৌর হেরে কি হলো সই,
আমার অন্তরে।
[বার বেলাতে গিয়ে জলে
কূল হারাইলাম কোন্ অকূলে]-২
[গোসাঁই গুরুচাঁদের চরণ পেলে]-২
[দাস রাঁধা শ্যামের জ্বালা যায় দূরে]-২
আমার অন্তরে
রসের গৌর হেরে কি হলো সই,
আমার অন্তরে।
[আমার অহরহ হৃদে জাগে]-২
[সই রে পাসোরা না যায় তাঁরে]-২
আমার অন্তরে
[রসের গৌর হেরে কি হলো সই]-২
আমার অন্তরে।