শিরোনামঃ রঙিলা বারইরে/রঙ্গিলা বাড়ই
শিল্পীঃ সালমা
সুরকারঃ হৃদয় খান
গীতিকারঃ শাহ আব্দুল করিম
রঙিলা বারই রে, তুমি নানান রঙের খেলা খেল
আমি তোমার প্রেমের পাগল তোমায় ভাসি ভালো,
রঙিলা বারই রে তুমি নানান রঙের খেলা খেল
ও বারই রে…………।।
তোমার কর্ম তুমি করো মিছা দোষী আমি
পুরাইতে তোমার বাসনা দেশ-বিদেশে ঘুরি,
আমার ঘরে থাকো তুমি তোমার ভাবে চলো
রঙিলা বারই রে তুমি নানান রঙের খেলা খেল।।
করাও কি করি আমি ভাবি দিবা-নিশি
লোকে বলে কাগায় ধান খায় ব্যাঙের গলায় ফাসি,
তোমার লাগি কূল-বিনাশী বিফলে দিন গেলো
রঙিলা বারই রে তুমি নানান রঙের খেলা খেল,
ও বারই রে………….।।
যাক না জ্যোতি হোক না ক্ষতি দুঃখ নাই রে আর
সত্যি করে কও রে বারই তুমি নি আমার,
তোমার প্রেমে আব্দুল করিম মরে যদি ভালো
রঙিলা বারই রে তুমি নানান রঙের খেলা খেল।।