যৌবন নদীতে প্রেমের, জোয়ার এলো সই | Joubon Nodite Premer, Joyar Elo Soi | Song Lyrics

যৌবন নদীতে প্রেমের, জোয়ার এলো সই
Joubon Nodite Premer, Joyar Elo Soi
সুর ও কথাঃ আমীর উদ্দিন
যৌবন নদীতে প্রেমের,
জোয়ার এলো সই
ঘরে বাইরে দৌড়ে পরাণ আমার,
মনের মানুষ কই।।
শাপলা ফুলের কমল কলি..
চাহিতেছে আঁখি মেলি..
এলনা যে রসের ওলী
কেমন করে রই।।
ঘরে বাইরে দৌড়ে পরাণ আমার,
মনের মানুষ কই।।
জলে পড়ে চাঁদের শোভা
কি অপরূপ মনোলোভা।
হাসিতে জানায় প্রতিভা
জল করে থৈ থৈ।।
ঘরে বাইরে দৌড়ে পরাণ আমার,
মনের মানুষ কই।।
দুই নয়েনে ধারা বহে
অন্তর পুড়ে যার বিরহে।
আমীর উদ্দিন যারে চাহে
(সে) রঙ্গিলা বাড়ই ।।
ঘরে বাইরে দৌড়ে পরাণ আমার,
মনের মানুষ কই।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *