যৌবন জ্বালায় জ্বইলা মরি
Joubon Jwalay Jowila Mori
কতা ও সুরঃ- কারী আমীর উদ্দিন
যৌবন জ্বালায় জ্বইলা মরি,
বন্ধু নাই গো দেশে।
(আমি) ঠেকছি নারী হইয়া,
কেমনে থাকি সইয়া
কোথায় যাব তাঁর তালাশে।।
বন্ধু নাই গো দেশে।
জ্যৈষ্ঠ না আষাঢ়, গাঙ্গে ভরা জোয়ার
ভাটি চলে মনের অভিলাষে
নতুন জোয়ার পাইয়া, কত রসিক নাইয়া
পাল উড়াইয়া যায়, দেশ বিদশে।।
বন্ধু নাই গো দেশে।
কত কত নাইওরী, যায় বাপের বাড়ি
মুই অবলা কাঁদি একা বসে
যুগে যুগে কতবার, আসিবে এই আষাঢ়
যৌবন মাত্র একবার আসে।।
বন্ধু নাই গো দেশে।
যৌবনে জার নাই সাথী, তাঁর চেয়ে তিতা অতি
ভুবনে কি আর কিছু আছে?
(ও যার) মনের মানুষ বুকে, সে রইল কত সুখে
আমীর উদ্দিন প্রেম পিপাসে।।
বন্ধু নাই গো দেশে।