যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু
Jouban Jowar Ekbar Ase Re Bondhu
গীতিকার ও সুরকার: কুটি মনসুর
কণ্ঠ: রথীন্দ্রনাথ রায়
যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু
চলে গেলে আর আসে না
[যৌবনকালে বন্ধু মিলে]-২
শেষকালে ভালোবাসে না
যৌবন জোয়ার একবার আসে রে।
নদীর জোয়ার চলে যায়
ফিরে পায় শ্রাবণে
যৌবন জোয়ার একবার গেলে
পায়না জীবনে
[ফুল শুকাইলে সেই ফুলে আর]-২
ভ্রমর তো কভু বসে না
যৌবন জোয়ার একবার আসে রে।
এই রূপ যৌবনের গৌরব
মিছে যারা করে
অবশেষে পটল ঘটায়
ঘটায় যতন করে
[হৃদয়ে যার ব্যথা ভরা]-২
তার মুখে হাসি ফুটে না
যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু
চলে গেলে আর আসে না
[যৌবনকালে বন্ধু মিলে]-২
শেষকালে ভালোবাসে না
যৌবন জোয়ার একবার আসে রে।