যে ভালবাসায় ভোলায় মোরে | Je Bhalobasay Bholay More | Key Lyrics

যে ভালবাসায় ভোলায় মোরে
Je Bhalobasay Bholay More (1987)
গীতিকার: প্রণব রায়
সুরকার: প্রভাস দে
শিল্পী: মান্না দে
যে ভালবাসায় ভোলায় মোরে
মিছে আশায় ভোলায় না
[সেইতো আমার প্রিয়]-২
যে দুঃখে সুখে দোলায় মোরে
কল্পনাতে দোলায় না
[সেই তো আমার প্রিয়]-২
[যে সকল ঝড়ের আঘাত থেকে
বাঁচায় মোরে আগলে রেখে]-২
প্রদীপ হয়ে নিজেই জ্বলে
আগুন হয়ে জ্বালায় না
[সেইতো আমার প্রিয়]-২
যে আপন হাতের পরশ দিয়ে
অশ্রু আমার দেয় মুছিয়ে
আপন হাতের পরশ দিয়ে
যে আপন হাতের পরশ দিয়ে
অশ্রু আমার দেয় মুছিয়ে
মনের মালায় বাঁধে আমায়
বনফুলের মালায় না।
[সেইতো আমার প্রিয়]-২
যে ভালবাসায় ভোলায় মোরে
মিছে আশায় ভোলায় না
সেইতো আমার প্রিয়
যে দুঃখে সুখে দোলায় মোরে
কল্পনাতে দোলায় না
[সেই তো আমার প্রিয়]-২

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *