যে প্রদীপ জ্বালছো তুমি হয়তো নিভে যাবে
Je Pradip Jwalcho Tumi Hoyto Nive Jabe
ছায়াছবি: শ্বেত পাথরের থালা (১৯৯২)
কথা: মুকুল দত্ত
সুর: রাহুল দেব বর্মন
কণ্ঠ: লতা মঙ্গেশকর
[যে প্রদীপ জ্বালছো তুমি হয়তো নিভে যাবে]-২
এ মন বলো তোমায় তখন কোথায় খুঁজে পাবে?
যে প্রদীপ জ্বালছো তুমি হয়তো নিভে যাবে
এ মন বলো তোমায় তখন কোথায় খুঁজে পাবে?
যে প্রদীপ জ্বালছো তুমি হয়তো নিভে যাবে।
[যে দিন ফুরিয়ে গেল তাকে কেন ডাকি
জানিনা তো এ কি আলোয়ার আলো?]-২
হারিয়ে যাওয়া দিনের আলো
আর কি খুঁজে পাবে?
যে প্রদীপ জ্বালছো তুমি হয়তো নিভে যাবে।
[যে রং গিয়েছে মুছে জীবনের থেকে
কী হবে আবার সে রঙের ছবি এঁকে]-২
নীরবতা হয়ত অনেক মানে খুঁজে পাবে
যে প্রদীপ জ্বালছো তুমি হয়তো নিভে যাবে
এমন বলো তোমায় তখন কোথায় খুঁজে পাবে?
যে প্রদীপ জ্বালছো তুমি হয়তো নিভে যাবে।