গান: যে নদী মরু পথ
Je Nodi Moru Pothey
কথা: মনিরুজ্জামান মনির
সুর ও সংগীত: আনিসুর রহমান তনু
শিল্পী: খালিদ হাসান মিলু
——————————
যে নদী মরু পথে
পথটি হারালো
সে কভু চলার গতি আবার পেয়ে
সাগর পাবে কি বলো
যে পাখি ডানা ভেঙে
ধুলিতে পড়ে আছে
তারে কি উদার আকাশ
ডেকে নিবে বুকের মাঝে
দাম কি আছে বল
যে নদী শুকিয়ে গেছে
যে প্রদীপ জ্বলে জ্বলে
নিশি শেষে ফুরিয়ে গেছে
তারে আর আগের মত
কে রাখে যতন করে
দাম কি সেই সে চাঁদের
গ্রহনে যে জড়িয়ে আছে