যে দেশেতে শাপলা শালুক
দেশাত্মবোধক গান
গীতিকার-ফজল-এ- খোদা
সুরকার-আবিদ হোসেন
শিল্পী-জীনাত রেহানা ও
শহীদ হাসান।
যে দেশেতে শাপলা শালুক
ঝিলের জলে ভাসে
যে দেশেতে কলমি কমল
কনক হয়ে হাসে
সে আমাদের জন্মভূমি মাতৃভুমি বাংলাদেশ,বাংলাদেশ,বাংলাদেশ।।
যে দেশেতে পাঁজরা পানসি,
উজান ভাটি চলে,
যে দেশেতে মাঝি মাল্লা,
নতুন কথা বলে।।
সে আমাদের জন্মভূমি মাতৃভুমি বাংলাদেশ,বাংলাদেশ,বাংলাদেশ।
যে দেশেতে শাপলা শালুক
ঝিলের জলে ভাসে
যে দেশেতে কলমি কমল
কনক হয়ে হাসে
সে আমাদের জন্মভূমি মাতৃভুমি বাংলাদেশ,বাংলাদেশ,বাংলাদেশ।
যে দেশেতে নদ-নদীরা,
এক সাগরে মিশে,
আমরা সবাই নিত্য খুশি,
সে দেশ ভালবেসে,
সে দেশ ভালবেসে।।
যে দেশেতে সাখের কলসি,
নদীর ঘাটে আসে,
যে দেশেতে খুশির জোয়ার,
সকল বারো মাসে।।
সে আমাদের জন্মভূমি মাতৃভুমি বাংলাদেশ,বাংলাদেশ,বাংলাদেশ।
যে দেশেতে শাপলা শালুক
ঝিলের জলে ভাসে
যে দেশেতে কলমি কমল
কনক হয়ে হাসে
সে আমাদের জন্মভূমি মাতৃভুমি বাংলাদেশ,বাংলাদেশ,বাংলাদেশ।