যে দেশেতে শাপলা শালুক Lyrics | Je Deshete Shapla Shaluk Lyrics

a logo for keylyrics.com

যে দেশেতে শাপলা শালুক Lyrics

Je Deshete Shapla Shaluk Lyrics

যে দেশেতে শাপলা শালুক
দেশাত্মবোধক গান
গীতিকার-ফজল-এ- খোদা
সুরকার-আবিদ হোসেন
শিল্পী-জীনাত রেহানা ও
শহীদ হাসান।

যে দেশেতে শাপলা শালুক Lyrics

যে দেশেতে শাপলা শালুক
ঝিলের জলে ভাসে
যে দেশেতে কলমি কমল
কনক হয়ে হাসে
সে আমাদের জন্মভূমি মাতৃভুমি বাংলাদেশ,বাংলাদেশ,বাংলাদেশ।।

যে দেশেতে পাঁজরা পানসি,
উজান ভাটি চলে,
যে দেশেতে মাঝি মাল্লা,
নতুন কথা বলে।।
সে আমাদের জন্মভূমি মাতৃভুমি বাংলাদেশ,বাংলাদেশ,বাংলাদেশ।
যে দেশেতে শাপলা শালুক
ঝিলের জলে ভাসে
যে দেশেতে কলমি কমল
কনক হয়ে হাসে
সে আমাদের জন্মভূমি মাতৃভুমি বাংলাদেশ,বাংলাদেশ,বাংলাদেশ।

যে দেশেতে নদ-নদীরা,
এক সাগরে মিশে,
আমরা সবাই নিত্য খুশি,
সে দেশ ভালবেসে,
সে দেশ ভালবেসে।।
যে দেশেতে সাখের কলসি,
নদীর ঘাটে আসে,
যে দেশেতে খুশির জোয়ার,
সকল বারো মাসে।।
সে আমাদের জন্মভূমি মাতৃভুমি বাংলাদেশ,বাংলাদেশ,বাংলাদেশ।
যে দেশেতে শাপলা শালুক
ঝিলের জলে ভাসে
যে দেশেতে কলমি কমল
কনক হয়ে হাসে
সে আমাদের জন্মভূমি মাতৃভুমি বাংলাদেশ,বাংলাদেশ,বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *