যে জন জ্যান্ত মাকে ঘরে রেখে | Je Jon Jyanto Make Ghore Rekhe | Song Lyrics

যে জন জ্যান্ত মাকে ঘরে রেখে
Je Jon Jyanto Make Ghore Rekhe
কথা,সুর,কন্ঠ-অর্জুন বিশ্বাস
যে জন জ্যান্ত মাকে ঘরে রেখে
মাটির মাকে দেখতে আসে,
নিজের মাকে রেখে যেজন
অন্য মাকে ভালোবাসে,
এই সমাজে হোক না সে যতই বিদ্বান,
পৃথিবীতে সেই হলো কুলাঙ্গার সন্তান।।।
যেজন গর্ভধারিণী মাকে খেতে দেয়না ভাত,
মাটির মায়ের কাছে আসে চাইতে আশীর্বাদ।।
করে নিজের মাকে গালাগালি।।
মাটির মায়ের গুণগান
পৃথিবীতে সেই হলো কুলাঙ্গার সন্তান।।।
সরস্বতী,লক্ষ্মী,কালী কিংবা দুর্গা মা,
এই সব মাকে এক করলে হয় না,
আমার মায়ের তুলনা।।
তাই দুঃখ-কষ্ট দিলে মাকে।।
অভিশাপ দেন ভগবান
পৃথিবীতে সেই হলো কুলাঙ্গার সন্তান।।।
মায়ের পদতলে স্বর্গ বোঝেনা যেজন,
তার হাজার পূজায় হবে না কোন পুণ্য অর্জন।।
তাই মনে রেখো সৃষ্টিকর্তার
তোমরা মনে রেখো সৃষ্টিকর্তার
পরেই হলো মায়ের স্থান
পৃথিবীতে সেই হলো কুলাঙ্গার সন্তান।।
যে জন জ্যান্ত মাকে ঘরে রেখে
মাটির মাকে দেখতে আসে,
নিজের মাকে রেখে যেজন
অন্য মাকে ভালোবাসে,
এই সমাজে হোক না সে যতই বিদ্বান
পৃথিবীতে সেই হলো কুলাঙ্গার সন্তান।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *