যেন কিছু মনে করো না | Jeno Kichu Mone Koro Na | শ্রীকান্ত আচার্য্য

শিরোনামঃ যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে
Jeno Kichu Mone Koro Na
শিল্পীঃ শ্রীকান্ত আচার্য্য
গীতিকারঃ পুলক বন্দোপাধ্যায়
যেন কিছু মনে করো না
কেউ যদি কিছু বলে ,
কত কি যে সয়ে যেতে হয়
ভালোবাসা হলে ,
যেন কিছু মনে করো না
কেউ যদি কিছু বলে ।।
কেউ যদি দেখে ফেলে আসো তুমি এই পথে ,
তার কোন কথা শুনে থেমো না গো কোনমতে ।
চোখ দুটি ভরো না অভিমানে এ আখিজলে ,
যেন কিছু মনে করো না
কেউ যদি কিছু বলে ।।
ফাগুনকে আজও মনে পড়ে মেঘ এলে ফাগুনে ,
সোনা সে তো খাটি সোন হয় পুড়ে গেলে আগুনে ।
তাই বলী দেখা পেলে ভেঙ্গে তুমি পড় না গো ,
স্বরলিপি নাই থাক গান ভুল করো না গো ।
সব কথা গঞ্জনা মানো শুধু খেলাছলে ।
যেন কিছু মনে করো না
কেউ যদি কিছু বলে ,
কত কি যে সয়ে যেতে হয়
ভালোবাসা হলে ,
যেন কিছু মনে করো না
কেউ যদি কিছু বলে ।।


যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে

কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে

যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে

কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে


কেউ যদি দেখে ফেলে আসো তুমি এই পথে

তার কোন কথা শুনে থেমো না গো কোনমতে

কেউ যদি দেখে ফেলে আসো তুমি এই পথে

তার কোন কথা শুনে থেমো না গো কোনমতে

চোখ দুটি ভরো না অভিমানী আঁখিজলে


যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে

কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে


ফাগুনকে আজও মনে পড়ে মেঘ এলে ফাগুনে

সোনা সে তো খাঁটি সোনা হয় পুড়ে গেলে আগুনে

ফাগুনকে আজও মনে পড়ে মেঘ এলে ফাগুনে

সোনা সে তো খাঁটি সোনা হয় পুড়ে গেলে আগুনে


তাই বলি দেখা পেলে ভেঙ্গে তুমি পড়ো না গো

স্বরলিপি নাই থাক গান ভুল করো না গো

তাই বলি দেখা পেলে ভেঙ্গে তুমি পড়ো না গো

স্বরলিপি নাই থাক গান ভুল করো না গো

সব কথা গঞ্জনা মানো শুধু খেলাছলে


যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে

কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে

যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে

Check Also

a logo for keylyrics.com

ওই দুটি কালো চোখে Lyrics | Oi Duti Kalo Chokhe Lyrics

ওই দুটি কালো চোখে Lyrics Oi Duti Kalo Chokhe Lyrics ওই দুটি কালো চোখে আমার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *