যেতে সাধ হয়রে কাশী | Jete Sadh Hoyre Kashi | Lalon Lyrics

যেতে সাধ হয়রে কাশী
Jete Sadh Hoyre Kashi
Lalon Lyrics
ফকির লালন সাঁই
যেতে সাধ হয়রে কাশী
কর্মফাঁসি বাঁধলো গলায় ।
আর কতকাল ঘুরবো এমন
নগরদোলায় ।।
হলো রে একি দশা
সর্বনাশা মনের ভোলায়
ডুবলো ডিঙ্গি নিশ্চয় বুঝি
জন্মনালায় ।।
বিধাতা দেয় রে বাজি
কি বা মন পাজি ফেরে ফেলায়
বাও না বুঝে বায় তরনী
ক্রমে তলায় ।।
কলুর বলদ যেমন
ঢাকা নয়ন পাকে চালায়
লালন প’লো তেমনি পাকে
হেলায় হেলায় ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *