যেওনা দাঁড়াও বন্ধু
Jeyo Na Darao Bandhu
ছায়াছবি: ফুলেশ্বরী (১৯৭৪)
গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায়
সুরকার: হেমন্ত মুখোপাধ্যায়
কণ্ঠ: হেমন্ত মুখোপাধ্যায়
যেওনা দাঁড়াও বন্ধু
যেওনা দাঁড়াও
[যেওনা দাঁড়াও বন্ধু
আরো বলো কুকথা
হংসপাখায় পাঁক লাগে কি
সরস্বতীর আসন যেথা]-২
যেওনা দাঁড়াও বন্ধু।
[তুমি দেখ নারী-পুরুষ
আমি দেখি শুধুই মানুষ]-২
ভালোবাসার ভুবন গড়ে
সুখী আমার এই বিধাতা
যেওনা দাঁড়াও বন্ধু।
[আমি দেখি চাঁদের আলো
তুমি দেখো কলঙ্ক
খোলা আকাশ ঘর যে আমার
মাটি সুখের পালঙ্ক]-২
[বীনাপাণির চরণ ছুঁয়ে
আমি আছি বিভোর হয়ে]-২
হৃদয় আমার গান বেঁধে যায়,
হৃদয় দিয়ে শোনো তা
যেওনা দাঁড়াও বন্ধু,
আরো বলো কুকথা
হংসপাখায় পাঁক লাগে কি
সরস্বতীর আসন যেথা
যেওনা দাঁড়াও বন্ধু।