যার মন ভালো নয় সে পিরিতের মর্ম কি জানে
যার মন ভালো নয়
মন মন রে আমার –
যার মন ভালো নয় সে পিরিতের মর্ম কি কি জানে,
পিরিতের কর্ম কি জানে, ধর্ম কি জানে?
ও পিরিতি আলেক লতা হৃদে গাঁথা
দিনে দিনে বাড়ে পিরিতি নয়নে নয়নে,
যার মন ভালো নয় যার দিল ভালো নয়
সে পিরিতের মর্ম কি জানে?
পিরিত পিরিত মুখে বল পিরিত চেনো না!
পিরিতি করেছিল বৃন্দাবনের শ্যাম কেলে সোনা।
এ ক্ষ্যাপা আরেক পিরিত করে শ্রী রইলে মহা শ্মশানে,
যার মন ভালো নয় যার দিল ভালো নয়
সে পিরিতের মর্ম কি জানে।
পিরিত করে মাকড়াই ঠাকুর বীর চন্দ্রপুরী –
স্বকীয়া আর পরকীয়া দুইটি ভাব ধরি।
আরে কি আনন্দ কি আনন্দ
করেন প্রভু মিলে তিন জনে,
যার মন ভালো নয় যার মন ভালো নয়
সে পিরিতের মর্ম কি জানে।
গোঁসাই হরি বলছে শ্রীধাম শুনো
হৃদ মাজারে দেখতে পাবি ভুবন মোহন।
আগে গুরুর চরণ কর গো স্মরণ এক মনে প্রাণে –
যার মন ভালো নয় সে পিরিতের মর্ম কি কি জানে,
পিরিতের কর্ম কি জানে, ধর্ম কি জানে।
Jar Mon Valo Noi Se Piriter Mormo Jane