যমুনার কালো জল Lyrics | Jomunar Kalo Jol Lyrics

যমুনার কালো জল Lyrics
Jomunar Kalo Jol Lyrics
গান: যমুনার কালো জল
ছবি: রাজনন্দিনী
সাল: ১৯৮০
গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায়
সুরকার: অজয় দাস
শিল্পী: মান্না দে

Jomunar Kalo Jol Lyrics

যমুনার কালো জল, সন্ধ্যার কালো বরণ,
কালো শ্যাম দুহাত দিয়ে ধরলো রাধার কালো নয়ন।
হাত ছাড়িয়ে ঝাঁপ দিলো রাই সেই যমুনার জলে
তখনই এক পূর্ণিমা চাঁদ উঠলো গগন তলে।
তা দেখে শ্রীকৃষ্ণের মনে কী ভাবাবেগ এলো জানেন?
শুভ্র চন্দ্র হল রে উদয় কালো যমুনার জল খেলায়।
ও তো পূর্ণিমা নয় ও যে শ্রীমতির
শাশ্বত রূপ ঝলমলায়।
অঙ্গে অঙ্গে রঙ্গ বিকশি হাসিলে পরমা প্রেয়সী,
বিশ্বভুবনে নন্দন রাগে বাজিল আমার মন-বাঁশি।
আমারই স্বপন হেরিনু সমুখে
বিভোর আঁখির এই তারায়।
শুভ্র চন্দ্র হল রে উদয় কালো যমুনার জল খেলায়।
ছন্দে ছন্দে সুর ধরা দিলো, সঙ্গীত এলো ভুবনে,
আধা ছিল রাধা পূর্ণ হল যে আজিকে যুগল মিলনে।
আমারই প্রেমের মধুর মুরতি গড়িনু আমারই এই মালায়।
শুভ্র চন্দ্র হল রে উদয় কালো যমুনার জল খেলায়।
Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *