যদি কুমড়োর মত, চালে ধ’রে র’ত, পান্তোয়া শত শত | Jodi Kumror Moto, Chale Dhore Roto, Pantoya Shoto Shoto | Aditi Munsi’s Lyrics

যদি কুমড়োর মত, চালে ধ’রে র’ত, পান্তোয়া শত শত
Jodi Kumror Moto, Chale Dhore Roto, Pantoya Shoto Shoto
Aditi Munsi 
Lyric and Music Rajanikanta Sen

কথা-রজনীকান্ত সেন
শিল্পী-হেমন্ত কুমার মুখোপাধ‍্যায়/ নিশীথ সাধু/অদিতি মুন্সী
(রোজ কত কি ঘটে যাহা তাহা
এমন কেন সত‍্যি হয়না আহা !
কী সত‍্যি হবে ?)
যদি কুমড়োর মত,
চালে ধ’রে র’ত,
পান্তোয়া শত শত(আ:)।।।
আর সরষের মত,
হ’ত মিহিদানা
বুঁদিয়া বুটের মতো !
(তাহলে কি করতাম?)
আমি তুলে রাখিতাম;
তুলে রাখিতাম
গোলা বেঁধে আমি
তুলে রাখিতাম;
গোলা বেঁধে আমি
তুলে রাখিতাম
আর বেচতাম না হে!
আর বেচতাম না হে!
গোলায় চাবি দিয়ে চাবি
কাছে রাখিতাম
বেচতাম না হে!
আর বেচতাম না হে!
আহা! বেচতাম না হে!

যদি তালের মতন
হ’ত ছানাবড়া,
ধানের মত চসি:
আর তরমুজ যদি,
রসগোল্লা হ’ত
দেখে প্রাণ হত খুশি !
আমি পাহারা দিতাম;
পাহারা দিতাম
কুঁড়ে বেঁধে আমি
পাহারা দিতাম;
পাহারা দিতাম
খেঁকশিয়াল
আর চোর তাড়াতাম,
কুঁড়ে বেঁধে আমি
পাহারা দিতাম;
পাহারা দিতাম
আহা! পাহারা দিতাম
(আ: হা: হা:)
যেমন সরোবর মাঝে,
কমলের বনে,
কত শত পদ্ম-পাতা,
তেমনি ক্ষীর-সরোবরে,
কত শত শত লুচি,
যদি রেখে দিত ধাতা!
আ: আমি নেমে যে যেতাম;
নেমে যে যেতাম
ক্ষীর-সরোবরে
নেমে যে যেতাম
নেমে যে যেতাম
ক্ষীর-সরোবরে
নেমে যে যেতাম
যদি বিলিতি কুমড়ো,
হ’ত লেডিকিনি,
পটোলের মত পুলি;
আর পায়েসের গঙ্গা,
বয়ে যেত পান,
করতাম দু-হাতে তুলি।।
(আ: হা: হা:)
আমি ডুবে যে যেতাম;
ডুবে যে যেতাম
সেই সুধা-তরঙ্গে
ডুবে যে যেতাম
ডুবে যে যেতাম
আমি ডুবে যে যেতাম
ডুবে যে যেতাম
আহা: ডুবে যে যেতাম
(আ: হা: হা: হা:
যদি এ’ সব সত‍্যি হত!)
কত কি যে ঘটে !
বিজ্ঞানের বলে,
নাহি অসম্ভব কর্ম;
শুধুএই খেদ,কান্ত
আগে ম’রে যাবে,
আর হবে না মানব জন্ম।
আহা রে! খেতে পাবে না;
আর খেতে পাবেনা
খেতে পাবেনা
কান্ত আর খেতে পাবে না;
খেতে পাবেনা
মিহিদানা আর
খেতে পাবেনা
খেতে পাবেনা
মানব জন্ম আর হবে না
আর হবেনা
হয়ত শিয়াল কিংবা
কুক্কুর হবে
মানব জন্ম আর হবেনা
আর হবেনা
হয়ত শিয়াল কিংবা
কুক্কুর হবে
পানতোয়া আর
খেতে পাবে না
খেতে পাবেনা
সবাই ধুর ধুর করে
তাড়িয়ে দেবে
মিহিদানা আর
খেতে পাবেনা
খেতে পাবেনা
আহা! খেতে পাবেনা
খেতে পাবেনা
আহা! পানতোয়া আর
খেতে পাবেনা আ।
যদি কুমড়োর মত, চালে ধ'রে র'ত, পান্তোয়া শত শত Jodi Kumror Moto, Chale Dhore Roto, Pantoya Shoto Shoto Aditi Munsi Lyric and Music Rajanikanta Sen

————————————–

যদি কুমড়োর মতো চালে ধরে রত

পান্তোয়া শত শত

আর সরষের মতো হত মিহিদানা

বুঁদিয়া বুটের মতো

যদি কুমড়োর মতো চালে ধরে রত

পান্তোয়া শত শত

আর সরষের মতো হত মিহিদানা

বুঁদিয়া বুটের মতো

বিশ মণ করে ফলতো গো প্রতি বিঘা

বিশ মণ করে ফলতো গো, আমি তুলে রাখিতাম

বুঁদে মিহিদানা গোলা বেঁধে আমি তুলে রাখিতাম

বেচতাম না হে!

গোলায় চাবি দিয়ে চাবি কাছে রাখিতাম, বেচতাম না হে!

যদি তালের মতন হত ছানাবড়া

ধানের মতো চসি

যদি তালের মতন হত ছানাবড়া

ধানের মতো চসি

আমি বুনে যে দিতাম

ধানের মতো ছড়িয়ে ছড়িয়ে বুনে যে দিতাম

এক কাঠা দিলে দশ মণ হত, বুনে যে দিতাম

আর তরমুজ যদি রসগোল্লা হত

দেখে প্রাণ হত খুশি

আর তরমুজ যদি রসগোল্লা হত

দেখে প্রাণ হত খুশি

আমি পাহারা দিতাম

কুঁড়ে বেঁধে আমি পাহারা দিতাম

তামাক খেতাম আর পাহারা দিতাম

সকলি তো হবে বিজ্ঞানের বলে

নাহি অসম্ভব কর্ম

আহা!নাহি অসম্ভব কর্ম

শুধু এই খেদ, কান্ত আগে মরে যাবে

আর হবে না মানব জন্ম

শুধু এই খেদ, তপু আগে মরে যাবে

আর হবে না মানব জন্ম

আর খেতে পাবে না

তপু আর খেতে পাবে না

মানব জনম আর হবে না

তপু আর খেতে পাবে না

শিয়াল কি কুকুর হবে?

আর সবাই খাবে গো তাকিয়ে দেখবে

শিয়াল কি কুকুর হবে?

ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইবে

শিয়াল কি কুকুর হবে?

সবাই তাড়াহুড়ো করে খেদিয়ে দেবে

শিয়াল কি কুকুর হবে?

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *