মোরা যাত্রী একই তরণীর
Mora Jatri Eki Taranir
কথা: শিবদাস ব্যানার্জী
কণ্ঠ: ভূপেন হাজারিকা
Mora Jatri Eki Taranir
কথা: শিবদাস ব্যানার্জী
কণ্ঠ: ভূপেন হাজারিকা
মোরা যাত্রী একই তরণীর
সহযাত্রী একই তরণীর।
[মোরা যাত্রী একই তরণীর
সহযাত্রী একই তরণীর
যদি সংঘাত হয় তবে ধ্বংস হবে
গর্ব মোদের প্রগতির]-২
[প্রভু,চোখ মেলে চাও
দেখো স্বর্গ থেকে]-২
হে মহাপ্রভু,কি শূন্য সাগর!
এই তরী পৃথিবীর
সারা মানবজাতির
[তাই ঈশ্বর গড়ে দিল মিলনের নৌকো]-২
চোখ কারো কালো,কারো নীল,কারো পিঙ্গল
তাই তো দেখি তোমার আমার
একই আকাশ,একই ধরণীর
[মোরা যাত্রী একই তরণীর
সহযাত্রী একই তরণীর]-২
যদি সংঘাত হয় তবে ধ্বংস হবে
গর্ব মোদের প্রগতির
[মোরা যাত্রী একই তরণীর
সহযাত্রী একই তরণীর]-৩