মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মোসলমান | Mora Ek Brinte Duti Kusum Hindu Musolman | – কাজী নজরুল ইসলাম

 মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মোসলমান 

– কাজী নজরুল ইসলাম

মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মোসলমান।

মুসলিম তার নয়ণ-মণি, হিন্দু তাহার প্রাণ॥

এক সে আকাশ মায়ের কোলে 

যেন রবি শশী দোলে,

এক রক্ত বুকের তলে, এক সে নাড়ির টান॥

এক সে দেশের খাই গো হাওয়া, এক সে দেশের জল,

এক সে মায়ের বক্ষে ফলে একই ফুল ও ফল।

এক সে দেশের মাটিতে পাই

কেউ গোরে কেউ শ্মশানে ঠাঁই,

মোরা এক ভাষাতে মাকে ডাকি, এক সুরে গাই গান॥

চিনতে নেরে আঁধার রাতে করি মোরা হানাহানি,

সকাল হলে হবে রে ভাই ভায়ে ভায়ে জানাজানি।

কাঁদব তখন গলা ধরে,

চাইব ক্ষমা পরস্পরে,

হাসবে সেদিন গরব ভরে এই হিন্দুস্থান॥

মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মোসলমান | Mora Ek Brinte Duti Kusum Hindu Musolman | – কাজী নজরুল ইসলাম

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *