মূল মানুষ চিনতে হয় রে | Mul Manush Chinte Hoy Re | বলন কাঁইজি

মূল মানুষ চিনতে হয় রে
Mul Manush Chinte Hoy Re
গিতিকারঃ বলন কাঁইজি।
মূল মানুষ চিনতে হয় রে,
আদত মানুষ চিনতে হয়,
সেই মানুষ ভজলে পশু রূপে,
যাওয়া আসা বন্ধ হয়।
এ মানুষে মানুষ রতন,
বারি রূপে হয় বরিষণ,
হলে দ্বিদল নিরূপণ,
অষ্টাঙ্গ হাজারি জয়।
ত্রিশ বছর মানুষ নিধি,
আসে যায় নিরবধি,
অধর মানুষ ধরবে যদি,
অষ্টাঙ্গে ত্রিবেণে বয়।
মৃণাল দন্ডের উত্তাপাদি,
নিয়ন্ত্রণ করে রাখো রতি,
বলন কয় ঘটলে দুর্গতি,
মানব জিবন বৃথা যায়।
মূল মানুষ চিনতে হয় রে | Mul Manush Chinte Hoy Re | বলন কাঁইজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *